পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য Ye কত ভয়ানক দুর্গমপথে চলিয়াছেন,কত তুষ্টলোকের হাত হইতে নিজেকে রক্ষা করিয়াছেন, মেয়েরা তাহ শুনিয়া এমন একটি পবিত্র দৃষ্টান্ত পায় – যাহার মত হইতে র্তাহাদের সকলেরই ইচ্ছা হয়। শত শত শ্লোক মুখস্থ করিয়া যে শিক্ষা হয় না, এই গানের ভিতর দিয়া তাহা হয়। বাঙ্গালার পাড়াগায়ের মেয়ের প্রাণে যে কত মমতা, তাহা এই গান শুনিলে বেশ বুঝা যায় । একটা জায়গা মনে কর,—বেহুলা যে ঘোর বিপদে পড়িয়াচে, তাহার মা বাপ নিছুনি নগরে থাকেন, কেহ সে সংবাদ ভয়ে তাহাদিগকে জানায় নাই, পাছে শোকে তাহাদের বুক ভাঙ্গিয়া যায়। পুরুষ দলের এক ভদ্র গায়ক গাহিলেন --- “ছয় মাসের দূরে যদি পুত্র মরি যায়।” তখন প্রথমে অপরাপর পুরুষেরা তারপর মেয়ের এই ছত্রটি দোহারী কবিয়া গাহিল, তারপর পুরুষদের প্রধান গায়ক আবার গাহিলেন – “সকলে জানিবার আগে—আগে জানে মায় ॥* ' এই ছত্রেরও আবার দোহারী চলিল। ছেলে যদি ছয় মাসের দূর পথে গিয়া মারা পড়ে—তবে মায়ের মন