পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গাল সাহিত্য * .. 8 হয়। "মনে স্থির করি আছ চির দিন কি মুখে যাবে । জীবন যৌবন ধন সব রবে সমভাবে।” এবং “আবাহন বিসর্জন কর তুমি কার ।” প্রভৃতি গান ব্রহ্ম-সংগীতমালার পারিজাত পুষ্প । রামমোহন রায় ইং ১৮৩৬ সনে ২৭শে সেপ্টেম্বর তারিখে ব্রিষ্টল নগরে প্রাণত্যাগ করেন । ইনিই পঙ্গীয় ব্রাহ্মধর্মের প্রবর্তক । এই যুগের পরে বাঙ্গল সাহিত্যের একটা নূতন অধ্যায় আরম্ভ হইল। সেই যুগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয়কুমার দত্ত, প্যারীচঁাদ মিত্র ( টেকচাঁদ ঠাকুর, ) কালীপ্রসন্ন সিংহ প্রভৃতি লেখকগণ বাঙ্গলা ভাষার উন্নতি সাধন করেন । এই যুগের প্রথম দিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত মহাশয় স্বীয় প্রতিভা দ্বারা বঙ্গদেশকে চমৎকৃত করিয়া দিয়াছিলেন । ইনি ১৮১১ ইং সনে কঁাচড়াপাড়ায় জন্মগ্রহণ করেন । কথিত আছে ইনি তিন বছর বয়সে দুই ছত্র কবিতা মুখে মুখে রচনা করিয়া উাহার পিতা হরিমোহন গুপ্তকে চমকাইয়া দিয়াছিলেন। কলিকাতা-বাসের কষ্ট শিশু এইভাবে বুঝাইয়াছিল—