পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিতা २२8 জল ফেলিয়া শুনিত। ভগবতীর প্রসঙ্গে মেনকা ও হিমালয়ের কথাবাৰ্ত্তা তে বাস্তবিক বাঙ্গালীর সম্ভ বিবাহিত ছোট মেয়েদের কথা। এত ছোট বয়সে ভারা শ্বশুর ঘরে যাইয়া ষে কত কষ্টে থাকিত তাহার ইতিহাস ঘরে ঘরে জানা ছিল । তাই আগমনী গানে ঘোমটার নীচে শত শত চক্ষু জলে ভাসিয়া যাইভ । বুন্দাবনের নাম করিয়া যে বঁাশের বঁাশী বাজিত, সে তো বাঙ্গালার গোচারণের মাঠের রাখালের স্বর, রামবনবাসের যে কান্না তাহা তো বাঙ্গালার গোপীচন্দ্র, —বাঙ্গালার চৈতন্ত,-বাঙ্গালার রঘুনাথদাস ও নরোত্তমদাস স্বষ্টি করিয়া গিয়াছেন। ঘরে ঘরে ছেলের সন্ন্যাসী হইত, সুতরাং উত্তর-কোশলের যুবরাজ কবে বনে গিয়াছিলেন তাহ উপলক্ষ করিয়া বাঙ্গালীর ঐ সকল গানে তাদের বাড়ী ঘরের কথাই শুনিত । সকল দেশের লোকেরাই তাহাই করিয়া থাকে—নিজের দেশের—নিজের সমাজের—ধৰ্ম্মের কথা লইয়াই সৰ্ব্বদেশে স্থায়ী কাব্য রচিত হইয়। থাকে। কবির কল্পনা বলে অনেক নূতন স্থাই করেন ৰটে, কিন্তু সেগুলি চালচিত্রি মাত্র। মুল কাব্য-রস