পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য ཅ ༢༤ উহা আর হরির-লুটের মত নাই, উহা অনেক সময় ক্ষুদ্র গণ্ডীর মধ্যেই সীমাবদ্ধ হইয়া থাকে। র্যাহার: সেই রস সৃষ্টি করিতেছেন, তাহারা হয়ত জাতীয় প্রকৃতিটি ঠিক ধরিতে পারিতেছেন না, বিদেশী ভাব কি আকারে দেশে আনিলে তাহা সকলেরই হৃদয়-গ্রাহী হইবে, হয়ত তাহারা তাহ জানেন না, নতুবা এমনও হইতে পারে যে নব-প্রণালীতে আমাদের লোক এখনও অভ্যস্ত হয় নাই, কিছু কাল প্রতীক্ষা করিয়া থাকিলে বুঝিতে পায়। যাইবে যে সেই নব-শিক্ষার রসধারা ধূর্জটির জটাজাল হইতে নিস্কৃতি পাইয়া সমস্ত জাতির আঙ্গিনার পাশ দিয়া বহিয়া যায় কিনা। বেদান্থের তত্ত্ব হয়ত এককালে ঋষির আশ্রমের মধ্যে আবদ্ধ ছিল, কালে তাহ নানা ধারায়—পুরাণ ও দর্শনের মধ্য দিয়া জাতীয় নিম্নতমস্তরে ধীরে ধীরে গড়াইয়া পড়িয়া সমস্ত দেশকে উন্নত করিয়াছে। সেইভাবে নব্যতন্ত্রের ভাবগুলি এককালে হয়ত দেশের নিম্নত্তম সমাজেও অবতরণ করিতে পারে-বিদেশের জাদর্শ কতটা থাকিবে, কতটা धूनिनां९ इहेहब-उांश जॉनि ना। ७हे नूख्न नाश्रिडा कउल्ले थांौि छिनिय जांग्रह छांश श्रांभब्रां ॐरख्छनांब्र