পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२१ বাঙ্গালা গদ্য । মধ্যে বাস করিয়া ঠিক বিচার করিতে পারিতেছি না। " এই জন্য নিতান্ত আধুনিক সাহিত্যের কথা এই পুস্তকে । লিখিতে বিরত রছিলাম। পশ্চিমের রুচি ও ভাবমূলক সাহিত্যের আদর্শ এ দেশের নিজস্ব করিতে হইলে, আমাদের সকলে মিলিয়। র্তাহাদের জীবনের মন্ত্রে । দীক্ষা গ্রহণ করিতে হইবে,—ভারতবর্ষ নিজের সভ্যতার । আদর্শ ছাড়িয়া দিয়া—তাহা করিবে কিনা জানি না। ’ যদি না করে, তবে এখন যে সকল ভাব শিক্ষিত । সমাজকে আনন্দ দিতেছে, তাহার অনেকগুলি করাফুলের মত মাটিতে পড়িয়া নষ্ট হইবে। একটু সবুর করিলে কি নষ্ট হবে এবং কি থাকিবে, তাহা বোঝা । যাইবে।