পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য & ο যখন তার উপযুক্ত বয়স হইল—তখন তার পিতা মাতা তাকে ফুল্লরার সঙ্গে বিয়ে দিয়ে দিল। ফুল্লর ব্যাধের বউ। কালকেতু শীকার করিয়া হরিণের মাংস আনিত, আর ফুল্লরা সেই মাংস মাথায় করিয়া বাজারে বেচিত। ফুল্পর বেশ রাধিতে জানিত। কিন্তু তা হ’লেও দুইজনে বড় কষ্টে সংসার চালাইত। তাহারা বড় গরীব ছিল । তাদের একখানি মাত্র কুড়ে ঘর ছিল ; তার মাঝখানে একটা ভেরাণ্ডার থাম, বৈশাখ মাসের ঝড়ে প্রায়ই সেই থাম ভাঙ্গিয়া পড়িত। বর্ষাকালের বৃষ্টিতে কুড়ে ঘরের মধ্যে জল ঢুকিত, তারা কড়ির অভাবে একখানি মেটে পাথরও কিনিতে পারিত না, ঘরের মধ্যে গৰ্ত্ত করিয়া ‘আমানি রাখিয়া দিত ও তাহাই খাইত। কোন কোন দিন মাংস বেচিতে , পারিত না, এবং সেই সেই দিন বইচির ফল খাইয়া একরূপ উপোস করিয়া দিন কাটাইয়া দিত। কতদিন কচু পাতা দিয়া মাছি তাড়াইতে তাড়াইতে মাংসের বোঝা মাথায় করিয়া ফুল্পর বাজারের পথে চলিয়াছে, হঠাৎ চিলছে। মারিয়া মাংসের অর্ধেক লইয়া উড়িয়া ৰাইত। আষাঢ়ের নূতন জলে দ্বধারে কচু বন-সেই