পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য २४ গিয়া বাড়ী আসিয়া দেবীকে দেখিয়া আশ্চৰ্য্য হইয়া গেল এবং উহাকে বাড়ী ফিরিয়া যাইতে উপদেশ দিল। সে বলিল “চলুন, আপনাকে বাড়ী রাখিয়া আসি, ফুল্পর সঙ্গে সঙ্গে যাইবে এবং যে পথে বস্তৃলোকজনের বাস— সেই পথ দিয়া লইয়। যাইব ।” কিন্তু বারংবার বলাতেও যখন দেরী কিছুতেই সেই স্থান ত্যাগ করিলেন না, তখন সে দেবীকে তুশ্চরিত্রা স্ত্রী জ্ঞানে সূৰ্য্যকে সাক্ষী করিয়া ধনুতে তীর ছুড়িতে গেল—কিন্তু ছুড়িতে পারিল না, এবং তাহার দুই চক্ষু দিয়া জল পড়িতে লাগিল । দেবী নিজরূপ ধরিয়া কালকেতু ও তাহার স্ত্রীকে দেখা দিয়া একটি অমূল্য আংটি ও সাত ঘড়া মোহর দিলেন । র্তাহার আদেশে কালকেতু গুজরাটে যাইয়। এক নূতন রাজ্য স্থাপন করিল। চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম ভাগে এই সকল কথা লিখিত আছে। দ্বিতীয় ভাগে শ্ৰীমস্তুের উপাখ্যান । ধনপতিসদাগর উজানি-নগরের বিখ্যাত ও খুব ধনী বণিক ছিলেন। র্তাহার দুই স্ত্রী ছিল--প্রথমার নাম লহনা এবং দ্বিতীয় স্ত্রীর নাম খুল্পনা, শ্ৰীমন্ত এই খুল্পনার গর্ভে জন্মগ্রহণ করেন। খুল্পনা লুকাইয়া মঙ্গলচণ্ডীর পূজা