পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য ২৬ র্তাহাকে দেখাইয়াছিলেন । ধনপতিকে জেলে যাইতে হইল এবং রাজা তাহার জাহাজগুলি দখল করিয়া লইলেন । এদিকে শ্ৰীমন্ত বড় হইল— তাহার পিতাকে সে জীবনে দেখে নাই । সে যে টোলে পড়িত, সেই টোলের পণ্ডিত দানাই ওঝা তাহাকে তাহার পিতার কথা লইয়া ঠাট্টা করাতে সে স্থির করিল যেরূপে পারে সে তাহার পিতাকে খুজিয়া লইয়া আসিবে, না পারিলে প্রাণত্যাগ করিবে। যদিও তাহার বয়স তখন সবে বার ছিল, তথাপি সে কাহারও বাধা মান্ত ন করিয়া জাহাজ লষ্টয়া সমুদ্রপথে যাত্রা করিল। সিংহলদ্বীপের নিকট উপস্থিত হইয়া সেও সেইরূপ প ও হাতী-গেলা সুন্দরীকে দেখিল। এবার সিংহলরাজের সঙ্গে এই সৰ্ব হইল ষে সে যদি সেই পদ্মবন ইত্যাদি রাজাকে দেখাইতে পারে, তবে সে অর্ধেক রাজ্য সমেত রাজকন্যাকে যৌতুক-স্বরূপ পাইবে, যদি না পারে তবে তাহার মাথা দক্ষিণ মশানে কাটা ৰাইবে । শ্ৰীমন্তু নিজে যাহা দেখিয়াছিল রাজাকে তাহ