পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭ চণ্ডীমঙ্গল দেখাইতে পারিল না। সুতরাং দক্ষিণ মশানে তাঙ্গাকে কাটিবার জন্য জহলাদগণ লইয়া গেল। তখন শ্ৰীমন্তু “মা” “মা” বলিয়া চণ্ডীদেবীকে ডাকিতে লাগিল । দেীর স্কৃত প্রেতেবা আসিয়া রাজার সৈন্ত নষ্ট করিল এবং স্বপ্নে দেবীর আদেশ পাইয়। সিংহরাজ শালিবাহণ স্বীয় কন্যাকে শ্ৰীমস্তুের সঠিত বিয়ে দিলেন। ধনপতির বন্ধন মোচন হইল এবং পিতা পুত্র রাজ-কন্যা মুশীলাকে সঙ্গে করিয়াও অনেক অর্থসম্পদ লইয়া উজানীনগরে চলিয়া আসিলেন । সম্ভবতঃ এই মঙ্গলচণ্ডী কাব্যের প্রথমখানি ইংরেজী ১১০০-১২০০ সনে লিরচিত হইয়াছিল। কিন্তু আমরা যে কাব্যথানি সৰ্ব্বপ্রথম পাইয়াছি, তাহ মাণিক দত্তের বচিত। বোধ হয় উহ। ৭০০ বৎসর পূৰ্ব্বে লিখিত হইয়াছিল । মাণিক দত্তের পরে চট্টগ্রামের দেবগ্রামবালী মুক্তারাম সেনের চণ্ডীমঙ্গল পাওয়া গিয়াছে। এই কাব্য ইংরেজী ১৪৪৬ সনে রচিত হয়, স্বতরাং ইহা ৫৭৪ বৎসর পূর্বের রচনা। তাহার পর ময়মনসিংহের কবি মাধরাচাৰ্য্য ১৫৭৯ সনে আর একখানি চণ্ডীমঙ্গল রচনা করেন—এখন হইতে ৩৪২ বৎসর