পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯ চণ্ডীমঙ্গল সিংহবাহিনী নামক এক দেবীমূৰ্ত্তির পূজা করিতেন, দামুন্যাগ্ৰামে এখনও সে দেবী আছেন। মুকুন্দরামের হাতের লেখা একখানি চওঁীকাব্য এখনও সিংহবাহিনীর মন্দিরে আছে। মুকুন্দরাম খুব পণ্ডিত ছিলেন, তাহার উপাধি ছিল—“কবিকঙ্কণ” । তাহার পুএের নাম ছিল শিবরাম । কবি ব্রাহ্মণ হইলেও নিজে চাষ-বাস করিয়া খাইতেন, এইজন্য দীন দুঃখীর ঘরের খবরটা তিনি ভালই রাখিতেন। তিনি তাহার লেখায় দরিদ্রগণের যে দুঃখ কষ্ট বর্ণনা করিয়াছিলেন, তাহা পড়িতে পড়িতে চোখে জল আসে, আর র্তার লেখা এমনই স্পষ্ট যে যাহাদের কথা লিখিয়াছেন, তাহারা যেন ছবির মত চোখের সামনে দাড়ায়। অপর অপর অনেক কবি, র্তাহাদের কাব্যের শ্রেষ্ঠ ব্যক্তিদিগকে সাজাইয়া ভদ্রলোকের মত করিয়া দেখাইয়াছেন। কিন্তু কালকেতু ও ফুল্পর মুকুন্দরামের কাব্যের দুইজন প্রধান ব্যক্তি হইলেও কবি তাহাদিগকে সাজাইতে কোনরূপ চেষ্টা পান নাই। কালকেতুর হাত দুইটা লোহার শাবলের भउ, ऊाशत्र थाहेबांद्र छत्रौ श्रडूठ-uहे नकल कथा