পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য Se এমন ভাবে বলিয়া গিয়াছেন যে, আমরা ব্যাধের ছেলেকে ঠিক ব্যাধের ছেলের মতই দেখিতে পাইতেছি। ব্যাধের আকৃতি প্রকৃতির অসভ্যতা সত্বেও চরিত্রেও যে মহৎগুণ থাকিতে পারে, তাহা আমরা বেশ বুঝিতে পারি। ইহা ছাড়া তাহার লেখায় অতি সরস ভক্তির কথা পাওয়া যায়। বইখানি পড়িলে মনে হইবে যেন সাড়ে তিনশ বছরের আগেকার ইহা একখানি নিখুৎ ছবি । সেই সময়ের সমস্ত খুটিনাটি কথা কাব্যের নানাদিকে ছড়াইয়া আছে। সমস্ত কাব্য জুড়িয়া দুঃখী ও অনাথের যেন একটা কান্নার স্বর উঠিয়াছে । মঙ্গলচণ্ডী দেবী পাড়াগায়ের মেয়ের মত, রাগিয়া গেলে, খুবই উগ্ৰমূৰ্ত্তি ধারণ করেন—খুব শিক্ষিতা মেয়েদের মত তিনি আদবেষ্ট নহেন। কিন্তু 'ম৷ বলিয়া ডাকিলেই তিনি সাড়া দেন। অনাথ ও দুঃখীর প্রার্থনা | র্তাহার কাছে বৃথা হয় না । যে উপায়ে পারেন, দুঃখী ছেলেকে বিপদ হইতে রক্ষা করেন সমস্ত কাব্যটির মধ্যে এই মাতৃভাব ফুটিয়া উঠিয়াছে। এই দুঃখ-প্রধান কাব্যে ফুল ফল ভ্রমরগুঞ্জনময় বন উপবনের কথাও আছে। খুব অন্ধকার মেঘের মধ্যে যেমন বিদ্যুৎ