পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○》 - চণ্ড মঙ্গল চমকিয় উঠে,—ঘোর বিষাদের বর্ণনার মধ্যে তেমনই সময়ে সময়ে স্বভাবের সৌন্দর্য্যের বর্ণনা সেইরূপ চোখ ঝলসিয়া দেয় । মানুষের সমাজ যখন তিনি বর্ণনা করেন, তখন যাহাদের কথা বলেন তাহাদের রূপ যেন আমরা চোখের কাছে দেখিতে পাই, কথাগুলি যেন স্পষ্ট কানে শুনতে পাই । কালকেতু ভগবতীর দেওয়া আংটিটি ভাঙ্গাইতে মুরারি শীল নামক এক বেনের নিকট গিয়াছে। সেই স্থানটি নীচে তুলিয়া দিলাম — "বেনে বড় দুষ্টশীল, নামেতে মুরার শীল, লেখা জোখা করে টাকা ক’ড়ি । পাইয়া বীরের সাড়া, প্রবেশে ভিতর পাড়া, মাংসের ধারয়ে দেড় বুড়ি । খুড়া খুড়া ডাকে কালকেতু । কোথা হে বণিক রাজ, বিশেষ আছয়ে কাজ, আমি আইলাম সেই হেতু ॥ ।