পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘LL कसैौभत्रल করে বীর বেণেরে জোহার। বেণে বলে ভাইপো, এবে নাহি দেখি তো, এ তোর কেমন ব্যবহার । খুড়া, উঠিয়া প্রভাত কালে, কাননে এড়িয়া জালে, হাতে শর চারি প্রহর ভ্ৰমি । ফুল্লরা পশার করে, সন্ধ্যাকালে বাই ঘরে, এই হেতু নাহি দেখ তুমি ॥ খুড়া, ভাঙ্গাইব একটি অঙ্গুরী। হয়ে মোরে অনুকূল, ॐन्निड कबइ त्रून, তবে সে বিপদ আমি তরি ॥ 战”、、 বীর দেয় অঙ্গুরী, বাণিয়া প্রণাম করি, জোখে রত্ন চড়ায়ে পড়ান। । কুচ দিয়া করে মান, ষোল রতি হই খান, ঐকবিকঙ্কণ রস शॉन ॥