পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

·II চণ্ডীমঙ্গল কালকেতু এই কপটতা বুঝিল না । সে ছিল সরল লোক । একদিকে বেণেটার ছলনা, আর একদিকে কালকেতুর সরলতা লেখার গুণে কেমন সুন্দর ফুটিয়া উঠিয়াছে ! কবিকঙ্কণের পরেও অনেক কবি চণ্ডীমঙ্গল কাব্য লিখিয়াছিলেন, তাহার মধ্যে প্রায় দুইশত বৎসর পূর্বে ফরিদপুর জপস নিবাসী জয়নারায়ণ সেন যে কাব্যখানি লিখিয়াছিলেন তাহা খুব সুন্দর হইয়াছিল।