পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য سو (ني মেয়ে তাহার লম্বা কালে চুলগুলি সূর্য্যের সামনে রাখিয়া বসিয়া যাইতেন, কোন মেয়ে পায়ের মল বাজাইয়া রাস্তায় যাইতেন, এ সকল দেখিয়া সূৰ্য্যঠাকুরের বিয়ে করিবার ভারি সাধ হইল। ছোট্ট ক’ণে-বউ গৌরীকে বিয়ে করিয়া সূৰ্য্যঠাকুর নৌকা-যোগে বাড়ী চলিলেন । মেয়ে কাদিয়া বাপমায়ের কাছে আবদার করিতে লাগিল,--“আমায় পরের বাড়ীতে যেতে দিও না ।” মা কাদিতে লাগিলেন । বাবা গামছা দিয়া চোখ মুছিতে লাগিলেন এবং বলিলেন,—“আমি সভার মধ্যে টাক লইয়া পরকে সমর্পণ করিয়া দিয়াছি, এখন কি করিয়া তোমায় রাখিব ?” গৌরীকে হারাইয়া ভাইটি খাটের খুরা ধরিয়া ক্টাদিতে লাগিল,—এই না দুইদিন আগেও সেই ভাই কত ঝগড়া করিয়া গৌরীকে গাল মন্দ দিয়াছে । ছোট বোনটি খেলার পুতুল ফেলিয়া দিদির জন্য কাদিতে, লাগিল—এই না সেদিন পুতুল লইয়া দিদির সঙ্গে ভার আড়ি হইয়াছিল। গৌরী নাইওরের ভাত" খাইতে বসিয়া কাদিতেছে