পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূর্যের গান אס\ —তার পর যখন সূৰ্য্যঠাকুর তাহাকে লইয়া চলিয়া যাইতেছেন, তখন গৌরী বিনয় করিয়া মাঝিকে বলিতেছে,—“মাঝি ভাই, অত তাড়াতাড়ি নৌকা বাতি ও না,—ম কঁাদিতেছেন তুমি ধীরে নৌকা চালাও, ঐ কান্না যেন আর একটু শুনিতে পাই ।” তার পর এক কন্যা স্বামীকে বলিতেছেন,—“আমি তোমার সঙ্গে যাইতেছি, আমার ক্ষুধা হইলে কোথায় ভাত পাইব ?” উত্তরে সূৰ্য্যঠাকুর সস্নেহে বলিতেছেন,-“আমি শত শত চাষী নিযুক্ত করিয়া আসিয়াছি। তাহারা তোমার জন্য সরু চালের ধান তৈরী করিতেছে।”

  • আমি তোমার সঙ্গে যাইব,-আমার পরিবার কাপড় কোথায় পাইবে।”

“শত শত র্তাতি তোমার শাড়ী তৈরী করিতে নিযুক্ত করিয়াছি।” “আমি তোমার সঙ্গে যাইব,—কে আমায় শাখা পরাইবে ?” “আমি আমার রাজ্যময় শাখারীদের নিযুক্ত করিয়াছি, তারা তোমার জঙ্ক শাখা গড়াইতেছে।”