পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ○ শিবঠাকুরের গান বৃনিতে লাগিলেন । বাঙ্গালা দেশে যে কত রকমের সরু, মোটা, সুগন্ধ, সুন্দর চলি জন্মাইত, তাহাদের কত রকমের নাম ছিল—তাহা এই সকল বর্ণনা হইতে জানিতে পারা যায় । শিবঠাকুর নিজে বুড়, ভীমকে দিয়া চাষ করাইতেন এবং রাত দিন ক্ষেতের পাহারা দিয়া বসিয়া থাকিতেন, “পাদ নাই বাঘ যেন বসি থাকে বুড়া।” ঠিক বাম্বের মত খেতের ধারে তিনি দুইটা জল জ্বল চোখে চাহিয়৷ পশু পার্থীর উৎপাত হইতে ধান রক্ষা করিতেন । এদিকে বয়সে বুড় হইলেও তিনি লোকটি বড় সহজ ছিলেন না। ডোমের পাড়া, কুচনি পাড়া এই সকল ছোট লোকের পাড়ায় যাইয়া মেয়েদের সঙ্গে হাস্যপরিহাস ইত্যাদি চালাইতেন । এদিকে র্তাহার স্ত্রী দুর্গার বড়ই অশান্তি হইত। ক্ষেতের অছিলা করিয়া শিবঠাকুর কোথায় যান, কোথায় থাকেন, তার ঠিকানা নাই,—হয়তো রাতেও ফিরিতেছেন না। রাগিয়া দুর্গ ঠাকুরুণ জোক ও মশা পাঠাইয়া দিলেন, তাহার। শিবঠাকুরের ক্ষেত ৰিরিয়া २ब्रिज । बूफ़ निद, छौत्र काकब्रटक क्लभंत्र जन निब्रा