পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

86. শিবঠাকুরের গান নারদ বাড়ীর কুশল জিজ্ঞাসা করাতে অত্যন্ত ক্ষুব্ধভাবে বলিলেন—আমার কি সৰ্ব্বনাশ হয়েছে তাহা শোন মাই ! “পাথারে ফেলিয়া গেল, পৰ্ব্বতের ঝি।” ইহার পরে নিজে শাখারী সাজিয়া হিমালয় পুরীতে গিয়া দুর্গাকে নিজ হাতে শাখা পরাইয়া ফিরিয়া আসিলেন। তখন শিব দুর্গার ভাব হইল। এই গান মস্ত বড়, কিন্তু ইহা খাটি-চাষার গান। ক্ষেতের কথা, চাষ-আবাদের কথা, ধান চাউলের কথা, —গ্রাম্য রসিকতা, দরিদ্র ঘরের অভাব-অভিযোগ, গ্রাম্য-কলহ, অশিক্ষিত লোকের ঠাট্টা-তামাসা—প্রভৃতি পড়িলে মনে হয়, ছোট লোকের পাড়ায় আসিয়া ঢুকিয়াছি । এই চাষাদের হাতের অাকা শিব—গ্রাম্যমোড়লের মত ; বেশ কয়েকটা হৃষ্টপুষ্ট বলদ, ধানভর ক্ষেত,-দুর্গাও হাস্থলী পরা পাড়াগায়ের মেয়ের মত ; চাষার তাদের ঠাকুর ঠাকুরাণীর কথা তাদের মনের মতন করিয়া লিখিয়াছে । ইহার মাঝে মাঝে বেশ সুন্দর ছবির মত কতকগুলি বর্ণনা আছে। যে জায়গায় শিব খাইতে বসিয়াছেন,কাৰ্ত্তিক—গণেশ খাইতে বসিয়া