পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8৯ ধৰ্ম্মমঙ্গল কাব্য ঢেকুর নামক স্থানে রাজ্য স্থাপন করে। ধৰ্ম্মপাল অনেকবার তাহার বিরুদ্ধে সৈন্য পাঠাইয়া দেন, কিন্তু ইছাই ঘোষ তাহাদিগকে বারংবার যুদ্ধে হঠাইয়া দেয়। ইছাই ঘোষ “শ্রামরূপ" নামক এক কালীমূৰ্ত্তির পূজা করিত। এই দেবীর বরে কেহ তাহাকে যুদ্ধে পরাস্ত করিতে পারিত না । তাহার রাজধানী “ঢেকুরের” নাম হইয়াছিল “অজয় ঢেকুর” অর্থাৎ কোন শক্রই ঢেকুরকে জয় করিতে পারিত না । ইছাই ঘোষের বাপ সোমাই ঘোষ গৌড়ের রাজা ধৰ্ম্মপালের সাধারণ একজন চাকর ছিল, সুতরাং তাহার এই ব্যবহারে রাজা ভারি চটিয়া যান । ধৰ্ম্মপাল ছিলেন “রাজচক্রবর্তী” অর্থাৎ বাঙ্গলা দেশের অপরাপর রাজারা ছিলেন তার অধীনস্থ রাজা। মেদিনীপুরের ময়নাগড়ের রাজা কর্ণসেনও সেইরূপ র্তাহার একজন অধীন রাজা ছিলেন । এইরূপ অধীন রাজাদিগকে “সামস্ত রাজা” বলা হইত । ধৰ্ম্মপালের আদেশে বৃদ্ধ কর্ণসেন তাহার সাত পুত্র লইয়া ইছাই ঘোষের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করেন। সেই যুদ্ধে সাত পুত্র মরিয়া যায় এবং কর্ণসেন যুদ্ধে হারিয়া 8