পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

む〉 - ধৰ্ম্মমঙ্গল কাব্য রঞ্জাবতীর উপরও অত্যন্ত বিরক্ত হইলেন। ময়নাগড়ে আসিয়া রঞ্জাবতী বহু তপস্যা করিয়া ধৰ্ম্মঠাকুরের পুজা করিতে লাগিলেন, এমন কি তিনি শালে চড়িয়া নিজকে ধৰ্ম্মঠাকুরের নিকট বলি দিয়া শেষে তাহার কৃপা লাভ করিতে পারিয়াছিলেন । এই সকল তপস্যার ফলে তিনি এক পুত্র লাভ করিলেন, পুত্রের নাম হইল লাউসেন। ধৰ্ম্মপাল রাজার প্রধান মন্ত্রী মহামাদ লাউসেনের মামা ছিলেন, এবং তিনি লাউসেনের মাতা রঞ্জাবতীর উপর চটিয়া গিয়াছিলেন, তাহ পূর্বেই বলিয়াছি মাহুষ্ঠা মন্ত্রী গৌড়ের রাজাকে ছষ্ট বুদ্ধি দিয়া লাউসেনকে খুব বিপদপূর্ণ যুদ্ধ-বিগ্রহে পাঠাইয়া দিতেন । । মামার ইচ্ছা ছিল যাহাতে ভাগিনেয় লড়াই করিতে বাইয়া মারা যায়, যেহেতু তাহা হইলে রঞ্জাবতী খুব জদ হইবেন। লাউসেন ধৰ্ম্ম ঠাকুরের পূজা করিয়া সমস্ত বিপদ হইতে পরিত্রাণ পাইতেন । র্তাহার মেসো মহাশয় ছিলেন গৌড়ের রাজা, এদিকে তিনি ছিলেন মেসোর অধীনে সামস্ত রাজা ; মুক্তরাং যেখানে তিনি লাউসেনকে যাইতে বলিতেন, তাহাকে সেইখানেই