পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গাল সাহিত্য ৫২ ৰাইতে হইত। রাজা ইছাই ঘোষকে দমন করিতে লাউসেনকে ঢেকুরে যাইতে হুকুম দিলেন। লাউসেনের সেনাপতি ছিল কালুডোম, কালুডোম একটি মহাবীর ছিলেন। ইছাই কালুডোমের মাথা কাটিয়া ফেলিল। ধৰ্ম্ম ঠাকুরের বরে লাউসেন তার কাটামুগু জোড়া দিয়া বঁাচাইয়া দিলেন এবং শেষে ইছাই ঘোষকে বধ করিলেন। মাহুষ্ঠা মন্ত্রী আরও অনেক যুদ্ধে লাউসেনকে পাঠাইয়াছিলেন, কিন্তু ধৰ্ম্ম ঠাকুরের বরে সর্বত্র লাউসেন জয়লাভ করিলেন। অবশেষে মাহুদ্য রাজাকে একদিন বলিলেন, লাউসেন এত বড় বীর যে সে ইচ্ছা করিলে সূৰ্য্যকে পশ্চিমে উদয় করাইতে পারে। গৌড়ের রাজা লাউসেনকে পশ্চিম হইতে সূর্য্যোদয় দেখাইবার জন্য ধরিয়া বসিলেন। একদিকে ছৱন্ত মাম,অপরদিকে বুদ্ধিহীন মেসে, ইহাদের চক্রান্তে পড়িয়া লাউসেন কত না বিপদে পড়িয়াছেন ! ধৰ্ম্মঠাকুরের পূজা করিয়া লাউসেন সূৰ্য্যকে পশ্চিম হইতে উদয় করাইলেন। এই সকল বিষয় ধৰ্ম্মমঙ্গল কাব্যে লিখিত আছে। এই কাব্যের । আদি লেখক ময়ুর ভট্ট ইং ১২০০ সনের কাছাকাছি কোন সময়ে একখানি ধৰ্ম্মমঙ্গল লিখিয়াছিলেন, তার