পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& S) ধৰ্ম্মমঙ্গল কাব্য পর রূপরাম, মাণিক গাঙ্গুলী, সহদেব চক্রবর্তী প্রভৃতি অনেকে ধৰ্ম্মমঙ্গল রচনা করেন । ১৭১৩ ইং সনে বৰ্দ্ধমানের মহারাজা কীৰ্ত্তিচন্দ্রের সময় তাহার রাজ্যে বাস করিয়া ঘনরাম চক্রবর্তী ধৰ্ম্মমঙ্গল পালা রচনা করেন । সাহিত্য-পরিষৎ হইতে মাণিক গাঙ্গুলীর ধৰ্ম্মমঙ্গল ও বঙ্গবাসী কার্য্যালয় হইতে ঘনরামের ধৰ্ম্মমঙ্গল ছাপা হইয়াছে, আরগুলি এখনও ছাপা হয় নাই ।