পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& Q গোরক্ষ-বিজয় কদলী-পত্তন নামক দেশে যাও, সেখানে আমার মত ষোলশ সুন্দরী আছে, তাহাদিগকে পাইবে, কিন্তু মহাজ্ঞান তারাইবে।” মীননাথ কদলী পত্তনের দিকে চলিয়া গেলেন। তার পর ভুলিলেন, হাড়িপা। তিনি পলিলেন, “যদি এইরূপ সুন্দরী পাই, তবে আমি অতি তেয় ও নীচ তাড়িব কাজ করিতেও রাজী আছি ।” দেবী বলিলেন “তাহাই হউক তুমি ঝাটা ও হাডি হাতে লষ্টয়া মেহেরকুলে যাও, সেখানে রাণী ময়নামতী আমার মতই সুন্দরী, তাতাকে পাইবে, কিন্তু তোমায় ঠাড়ি হইয়। রাস্ত ঘাট ঝাট দিতে হইবে।” হাডিপা মেহেরকুলের দিকে চলিয়া গেলেন। তার পর ভূলিলেন কালুপা—তিনি বলিলেন “যদি এমন সুন্দরী পাই, তবে আমার ডান হাতখানি যদি কেউ কাটিয়া ফেলে, ভাও সহিত্ত্বে পারিব।” দেবী তাহাকে সেই বর দিলেন, কালুপ অপর এক দেশে চলিয়া গেলেন । কিন্তু গোরক্ষনাথ আচল, আটল—দেবী কত হাব छोरु cनथाहेरणन,-कङ भञङ्घणाहना झोछेनि छाश्रिनन ।