পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( R গোরক্ষ-বিজয় । পড়িয়া গিয়াছে, চোখের জ্যোতি কমিয়াছে, গাল ভাঙ্গিয়া পড়িয়াছে, শরীর মুইয়া গিয়াছে—আর আপনি অপর যোগীর শিষ্যকে গুরুভক্তি শিখাইতেছেন— আপনাকে ধিক্‌ ৷” গোরক্ষনাথ তখনই কদলী-পত্তনের দিকে যাত্রা করিলেন । কদলীপত্তনে এখন মীননাথ রাজা-সে বাজ্যে একটি পুরুষ মানুষ নাই,—সকলেই স্ত্রীলোক, সকলেই স্বন্দরী, তাহাদের এক একজন শত শত সাধুর মন টলাইতে পারে, এমনই তাহাদের রূপ ও মায়া । মীননাথ সে রাজ্যের রাজা হইয়া আশঙ্কা করিলেন, যদি আর কোন যোগী আসিয়া যোগবলে তাহার এই মুখের রাজ্য কাড়িয়া লয়, এইজন্য আদেশ করিলেন, তাহার সেই রাজ্যে কোন যোগী ঢুকিতে পারবে না, “বুড়ো যোগী পাইলে চোপাড়ে (১ ভাঙ্গে গাল! গাভুর (২) যোগী পাইলে তুলিয়া দেন শাল (৩)। অধ বলী (৩) যোগী পাইলে স্বৈধ্য দেশ কাটে। _পোলা ৰোগী পাইলে পাটাত তুলি বাটে।” (৪) । (১) খাপড় দিয়া । ২) গান্ধুর-যুবক । (৩) শালে দিগ্ন হত্যা করে। (৩) অৰ্দ্ধবয়সী- স্বধৰণী । (৪) শিশু ৰোগী পাইলে শিগায়Iাটিয়া ফেলে । - . -