পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য ہوا۔ গোরক্ষ যখন সেই নগরে ঢুকিলেন, তখন র্তাহাকে দেখিয়া একটি বারুই জাতীয় রূপসী স্ত্রীলোক ভুলিয়া গেল এবং সাধুর বেশে গেলে যে তাহাকে মারিয়া ফেলিবে এই কথা বলিয়া দিল । গোরক্ষনাথ কোনরূপে তাহার হাত এড়াইয়ী রাজপুরীর নিকটে যাইয নিজে পরম সুন্দরী স্ত্রীলোক সাজিয়া মৃদঙ্গ বাজাইতে লাগিলেন, তাহার হাতে মৃদঙ্গের বোলে যেন রাজপুর কাপিয়া উঠিল । সেই আওয়াজ মীননাথের কাণে প্রবেশ করা মাত্র, তিনি কি যেন কথা ভুলিয়া গিয়াছিলেন, তাহা একটু একটু মনে হইতে লাগিল ; মৃদঙ্গের বোল কৰ্ণে যেন মধু ঢালিয়া দিল কিন্তু তাহার চারিদিকে যে স্ত্রীলোকেরা ছিল, তাহার চেষ্টা করিতে লাগিল যেন মীননাথ সেই মৃদঙ্গবাদিকাকে ডাকিয়া কাছে না আনেন । কিন্তু গোরক্ষনাথ তাহাদের সকল চেষ্টা বিফল করিয়া মীননাথ রাজার নিকট উপস্থিত হইলেন । তাহার নাচ দেখিয়া ও খোলের বাদ্য শুনিয়া মীননাথের মনে এক দিকে আনন্দ, অপর দিকে ভয় হইল। কে যেন তাহাকে তাহার স্বখের রাজ্য-পাট ছাড়াইয়া, তাহার ঐশ্বৰ্য্যের হাট ভাঙ্গিয়া লইয়া ৰাষ্টতে ।