পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や〉 গোরক্ষ-বিজয় আসিয়াছে—তাহার ডাক এত মধুর যে তাহা তিনি এড়াইতে পারিতেছেন না, অথচ তাহা তাহার সুখের সংসারের উপর বজ্রাঘাতের স্যায়। তিনি, খোলের একটা শব্দ বুঝিলেন—উহা যেন তাহাকে ‘গুরু বলিয়া ডাকিয়া, পায়ে ধরিয়া মিনতি করিয়া কি বলিতেছে, আর একটি কথা বুঝিলেন, তাহা “কায়া-সাধ”। “নাচন্ত (১) যে গোর্থনাথ তালে করি ভর। (১) মাটীতে না লাগে পদ আলগ (গ) উপর। নাচন্তু যে গোর্থনাথ ঘাঘরের (৪) রোলে । নবীন কোকিল (৫) যেন আধ আধ বোলে। হাতের ঠমকে নাচে পদ নাহি নড়ে । ‘কায়া সাধ’ ‘কায়া সাধ’ মন্দিরায় বোলে ৷ হাতের ঠমকে নাচে গাআ (৬) নাহি নড়ে । গগন মণ্ডলে যেন বিদ্যুৎ সঞ্চরে ॥” ‘কায়া-সাধ’ অর্থ এই, দেহ দিয়া সাধনা করিতে হুইবে । ঐহিক সুখ ছাড়িয়া দিয়া ‘মহাজ্ঞান লাভ করিবার পথে দেহের সাধনাই বড় সাধন । (১) নাচক-নচিতে লাগিল। (২) ভালের সঙ্গে মিল अविश्वा । (७) चाणत्र-चूछद्र । (8)७कङ्ग” बाबना, যুক্ত । (৫) কোকিল । (৯) গাজা নাছি লড়ে—শরীর নড়ে না ।