পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やや গোরক্ষ-বিজয় রেকাব সাজাইয়া রাখেন, আর বনে পেটের ক্ষুধ পেটে মজিয়া যাইবে – কে আপনাকে খাইতে দিবে ?” কিন্তু খোলের আওয়াজ পুনরায় মধুর এবং স্পষ্ট চইয়া বাজিয়া উঠিল ; তাহ। এই বুঝাইল—“এই দেহ ক্ষণস্থায়ী,কালই মাথার কুটি ধরিয়া যমরাজ আপনাকে লইয়া যাইবেন, তিনি যে মহিষের উপর চড়িয়া আসিতেছেন তাহার ঘণ্টা বাজিতেছে, শুনিতে পাইতেছেন না ?” আপনি শিশুর মত এই গিল্টা করা খেলনা লইয়া মাতিয়া গিয়াছেন এবং যাহা স্থায়ী, যাহা নিত্য, যাহা পরম সম্পদ সেই ‘মহাজ্ঞান’ হারাইতেছেন।” এইবার খোলের আওয়াজে মীননাথের আত্মাপুরুষ যেন কঁাপিয়া উঠিল,—র্তাহার চারিদিকের মূল্যবান আসবাব ও ঐশ্বৰ্য্য তাহার চোখে খড়কুটার মত বোধ হইল। তখন আস্তে আস্তে গোরক্ষ তাহাকে ৩২টি প্রশ্ন করিলেন । ভাহার প্রথমটি, “মৃত্যুর পর আত্মা কোথায় याग्न ?” : - আর দ্বিতীয়টি,-“প্রদীপ নিবিয়া গেলে তাহার জ্যোতি কোথায় চলিয়া যায়।” -