পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\)ჯა ময়নামতীর গান বছর হইল, তখন ময়না র্তাহাকে বলিলেন,—“তোমায় হাড়িসিদ্ধাকে গুরু বলিয়া মানিয়া লইতে হইবে এবং র্তাহার আজ্ঞায় বার বছরের জন্য সন্ন্যাসী হইয়া রাজধানী ছাড়িয়া থাকিতে হইবে।” এই অদ্ভূত আজ্ঞা শুনিয়া রাজা গোবিন্দচন্দ্র একবারে স্তব্ধ হইয়া গেলেন, সেই বয়সেই তিনি কয়েকটি বিবাহ করিয়াছিলেন। এই স্ত্রীদের মধ্যে সাভারের হরিশ্চন্দ্র রাজার মেয়ে অতুন খুব সুন্দরী ও স্বামীর প্রতি অনুরাগী ছিলেন । তিনি এবং অপরাপর স্ত্রীরা বিষম ক্ষেপিয়া গেলেন এবং রাণীর সম্বন্ধে নানা খারাপ কথা বলিতে লাগিলেন, হাড়িসিদ্ধার সঙ্গে ময়নামতীর নাম । কলঙ্ক দিতে লাগিলেন । রাজা গোবিন্দচন্দ্র মাতাকে বলিলেন,—“তুমি এবং হাড়িসিদ্ধ। আমাকে তাড়াইয়৷ দিয়া এখানে নিরাপদে রাজ্য করিবে এই ফন্দী করিয়াছ। তোমার নামে নানা কথা শুনিতেছি, তুমি হাড়িসিদ্ধার বুদ্ধি লইয়া আমার পিতাকে বিষ খাওয়াইয়া মারিয়াছ। যদি তুমি খুব ভাল হইতে, তবে আমার পিত্তার মৃত্যুর পর তাহার সহিত সহমরণে গেলে ন৷ কেন ? আমি নীচ হাড়ি-বেটার নিকটে কিছুতেই মন্ত্র