পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ Տ ময়নামতীর গান তোর দীর্ঘজীবন কামনা করিয়া বড় দুঃখে বুক বাধিয়া তোকে বনে পাঠাইতেছি। আর তুই যে বলিলি, আমি তোর পিতার সঙ্গে সহমরণ যাই নাই। এ কথা ঠিক নয়, আমি তোর পিতার জ্বলন্ত চিতায় চড়িয়াছিলাম। কিন্তু মহাজ্ঞান থাকাতে আমার মৃত্যু হয় নাই ।” স্ত্রীদিগের পরামর্শে গোবিন্দ রাজা বলিলেন,*আচ্ছা দেখি, তোমার মহাজ্ঞান কিরূপ ! তোমাকে তপ্ত তৈলের কড়ার মধ্যে ফেলিব ! দেখি তুমি কিরূপে বক্ষণ পাও ।” উত্তপ্ত ৮০ মন তৈলের কড়ার মধ্যে রাণীকে ফেলা হইল । সাত দিন ক্রমাগত অগ্নি জ্বাল হইয়া সেই তৈল ফুটিতে লাগিল—কিন্তু ময়নার এক গাছি চুলও পুড়িল না, গায়ে একটা ফোস্কাও পড়িল না । অছন প্রভৃতি স্ত্রীরা নানারূপ বুদ্ধি করিয়া ময়নামতীকে বিষ কিনিয়া সন্দেশের মধ্যে ভরিয়া খাওয়াইল—মহাজ্ঞানের বলে ময়না বাচিয়া উঠিলেন। - उथन cभाविन्धफटश ब्रांख नब्राज्ञैौ श्हेटजन ! s२ বছর হাড়িসিদ্ধার উপদেশে মান স্থানে ঘুরিয়া হীরাनौद्र कांकब्र इइrजन । शैब्र। cत्रादिमकाठrब्र अशूकर्ष श्लब