পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ ডাক ও খনার বচন এই সকল বচন যে কতকালের, তাহা ঠিক বলা যায় না। বৌদ্ধধৰ্ম্ম যে সময় প্রবল ছিল, তখন ভক্তির উপর ততটা জোর দেওয়া হইত না, পূজা-আহ্নিক জপ, তপ এই সকলের ততটা ঘটা ছিল না। ব্রাহ্মণের যখন হিন্দুধৰ্ম্মকে নূতন ছাঁচে ঢালিয়া ফেলিলেন, তখন জপ-তপ লইয়া লোকের ব্যস্ত হইয়া পড়িল । ডাক ও খনার বচনে জপ-তপের কথা বিশেষ দেখা शग्न नी। জীবে দয়া, মহোৎসব, পুকুর-কাটা প্রভৃতি ছিল, বৌদ্ধ-যুগের প্রধান ধৰ্ম্ম। ডাক ও খনার বচনে ঐ সকল কাজের উপরই বেশী জোর দেওয়া হইয়াছে—মুক্তরাং মনে হয় এই বচনগুলি হিন্দুধর্মের নূতন রূপ গ্রহণ করিবার পূৰ্ব্বেকার রচনা, —যদিও ইহাদের ভাষার খুব একটা পরিবর্তন হইয়াছে, তথাপি মাৰে মাঝে এমন শক্ত পুরাণ ভাষার নমুনা