পাতা:সরোজিনী নাটক.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম অঙ্ক।
আকাশবাণী।
মূঢ়। বৃথা যুদ্ধ-সজ্জা যবন-বিরুদ্ধে —
রূপসী ললনা কোন আছে তব ঘরে,
সরোজ-কুসুমসম; যদি দিস্ পিতে
তার উত্তপ্ত শোণিত, তবেই থাকিবে
অজেয় চিতোর পুরী, নতুবা ইহার
নিশ্চয় পতন হবে, কহিলাম তোরে
আর শোন মূঢ় নর বাপ্পা-বংশজাত
যদি দ্বাদশ কুমার রাজছত্রধারী,
একে একে নাহি মরে যবন-সংগ্রামে,
না রহিবে রাজলক্ষী তব বংশে আর।


লক্ষ্মণ। মাতঃ! “ময় ভুখা হেঁ।” এটা কি তবে তোমারি উক্তি— গত যবন যুদ্ধে আমার যে অষ্টসহস্ৰ আত্মীয় কুটুম্বের বলিদান হয়, তাতেও কি তোমার রক্তপিপাসার শাস্তি হয়নি?


আকাশবাণী।
পুনর্বার বলি তোরে শোন মূঢ় নর !
ইতর বলিতে মোর নাহি প্রয়োজন,