পাতা:সরোজিনী নাটক.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । సి\లి করবেন আর আমি তাকে কিছু বলব না? আমি তার হয়ে কত যুদ্ধ ক’রেছি, তার আমি কত সাহাষ্য, কত উপকার করেছি, আমার এই সকল উপকারের প্রতিশোধ, আমার সকল পরিশ্রমের পুরস্কার কি অবশেষে এই হ’ল ?—আমি তার নিকট পুরস্কার স্বরূপ তোমা বই আর কিছুই প্রত্যাশা করি নি--তা দূরে থাকৃ, তিনি কি না স্বভাবের বন্ধন, বন্ধুভার বন্ধন সকলি ছিন্ন ক'রে শোণিত-পিপাসু ব্যান্ত্রের দ্যায়, পিশাচের দ্যায়, যার পর নাই গৰ্হিত কার্ষ্যে প্রবৃত্ত হয়েছেন ? আর, তুমিই মনে করে দেখ দিকি, আমি যদি আর একদিন পরে আসতেম, তা হ’লে কি হত ? তা হ’লে তো আর তোমার সঙ্গে এই জন্মে দেখা হ’ত না । - সরোজিনী । (ক্ৰন্দন ) হঁী রাজকুমার ! তা হ’লে আর আপ নাকে এ জন্মে দেখতে পেতেম না । বিজয় । বিবাহ-স্থলে আমাকে দেখতে পাবে মনে ক’রে ভূমি চারি দিকে দৃষ্টিপাত ক’ত্তে, কিন্তু কোথাও আমাকে দেখতে পেতে না। তুমি বিশ্বস্তচিত্তে আমার প্রতীক্ষা ক’ত্তে, আর এমন সময় তোমার মস্তকের উপর যখন সেই ভীষণ খড়গ উদ্যত হ’ত, তখন নিশ্চয় ভূমি এই মনে ক’ত্তে যে, নিষ্ঠুর বিজয়সিংহই আমাকে প্রতারণা করেছে—সেই আমার হস্তারক। এখন আমি সকল রাজপুতদিগের সম্মুখে সেই নরাধমকে একবার এই কথা জিজ্ঞাসা ক'ত্তে চাই, সে কেন আমাকে এরূপ প্রতারণা ক’লে ? সেই রক্ত-পিপাস্ক পিশাচ জামুকৃ যে, আমাকে প্রতারণা ক’ল্পে কি ফল হয়।