পাতা:সরোজিনী নাটক.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০২ সরোজিনী নাটক । মহিষী। তবে সরোজিনীকে এত শীঘ্র নিয়ে যাবার প্রয়ো জন কি ? লক্ষ্মণ । অ্যা ? সরোজিনী ?—তার বলিদান ?—তোমায় কে বল্লে ? মহিষী। আমি জিজ্ঞাসা কচ্চি, তাকে এত শীঘ্র নিয়ে যাবার প্রয়োজন কি ? লক্ষ্মণ । অ্যা?—নিয়ে যাবার প্রয়োজন—প্রয়োজন কি—তাই জিজ্ঞাসা কচ্চ ?—ও !—ত –তা – (সরোজিনীর প্রবেশ । ) মহিষী। এস বাছা এস—তোমার জন্তেই মহারাজ প্রতীক্ষণ কচ্চেন। তোমার পিতাকে প্রণাম কর—এমন পিতা তো আর কারও হবে না । লক্ষ্মণ । এ সব কি ?-এ কিরূপ কথা ? (সরোজিনীর প্রতি ) বৎসে ! তুমি কাচি কেন ?—একি! দুজনেই কাদতে আরস্ত কল্পে যে —হয়েছে কি বল না,--মহিষী ! - মহিষী। কি আশ্চৰ্য্য ! এখনও আপনি গোপন ক’ত্তে চেষ্টা কচ্চেন ? লক্ষ্মণ । (স্বগত) রামদাস —হতভাগা রামদাস! তুই দেখছি সব প্রকাশ করে দিয়েছিদ্ৰ—তুই আমার সর্বনাশ করেছিস্ । মহিষী। চুপ করে রইলেন যে ?