পাতা:সরোজিনী নাটক.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । >o'9 লক্ষ্মণ । হা ! (দীঘ নিঃশ্বাস ) সরোজিনী। পিতঃ! আপনি ব্যাকুল হবেন না, আপনি যা আদেশ করবেন, তাই আমি এখনি পালন করব। আপনা হতেই আমি এ জীবন পেয়েছিsআদেশ করুন, এখনি তা আপনার চরণে উৎসর্গ করি ; আপনার ধন, আপনি যখন ইচ্ছে ফিরিয়ে নিতে পারেন,—আমার তাতে কিছুমাত্র অধিকার নেই । পিতঃ ! আপনি একটুও চিন্তা করবেন না, আপনার আদেশ পালনে আমি ভিলাৰ্দ্ধ বিলম্ব করব না—আমার শরীরের যে রক্ত, তা আপনারই—এখনি তা ফিরিয়ে নিন। লক্ষ্মণ । (স্বগত) ওঃ ! এর প্রত্যেক কথা যেন সুতীক্ষু বাণের . হু্যায় আমার হৃদয় ভেদ কচ্চে –আর সহ্য হয়না। না,—দেবী চতুভূজার কথা আমি কখনই শুনব ন—ভৈরবাচাৰ্য্য, রণধীর— কারও কথা শুনব না—এতে আমার অদৃষ্ট্রে যা থাকে তাই হবে। wo: I– সরোজিনী । পিতঃ ! আমার যে সকল মনের সাধ ছিল, যে সকল সুখের আশা ছিল, তা এ জীবনে আর পূর্ণ হল না সত্যি, কিন্তু তার জন্তে আমি তত ভাবিমে, আমার অবর্তমানে আমার মা যে কত শোক পাবেন, মাকে যে আর আমি জন্মের মত দেখতে পাব না, এই মনে করেই আমার ( ক্ৰন্দন ) মহিষী। (সরোজিনীর কণ্ঠলিঙ্গন পূর্বক ) বাছা! ও কথা জার বলিস্নে, আমার আর সহ হয় না ; বাছা তুই আমাকে ছেড়ে কখ