পাতা:সরোজিনী নাটক.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। o( লক্ষ্মণ । হা—বৎসে !—তোমার কোন অপরাধ নেই। আমিই বোধ হয় পূৰ্ব্বজন্মে কোন গুরুতর পাপ করেছিলেম, তাই দেবী চতুভূজ আমাকে এই কঠোর শাস্তি দিচ্চেন। নচেৎ কেন তিনি এইরূপ বলি প্রার্থনা করবেন ? বৎসে । তিনি দৈববাণী ক’রেছেন যে তোমাকে তার চরণে উৎসর্গ না করে চিভোরপুরী কখনই রক্ষা হবে না। তোমার জীবন রক্ষার জন্য আমি অনেক চেষ্টা করে ছিলেম–কিন্তু কিছুতেই কিছু হ’ল না। এর জন্য, আমার প্রধান সেনাপতি রণধীরসিংহের সঙ্গে কত বিরোধ করেছি। প্রথমে আমি কিছুতেই সম্মত হই নি ; এমন কি, আমার পূর্ব আদেশের অন্যথা ক’রেও, সেনাপতিদের অভিপ্রায়ের বিরুদ্ধে, যাতে তোমাদের এখানে আসা না ঘটে এই জন্য রামদাসকে পাঠিয়েছিলেম। কিন্তু দৈবের নিবন্ধন কে খণ্ডন কত্তে পারে ? রামদাসের সঙ্গে তোমাদের দেখা হ’ল না—তোমরাও এসে উপস্থিত হলে । বৎসে ! দৈবের সঙ্গে বিরোধ ক’রে কে জয়লাভ ক’ত্তে পারে ? তোমার হতভাগ্য পিতা তোমাকে বাচাবার জন্ত এত চেষ্টা কলে কিন্তু দৈববলে তা সমস্তই ব্যর্থ হয়ে গেল। এখন যদি আমি দৈববাণী অবহেলা করি, তা হলে কি আর রক্ষণ আছে ? রণোন্মত্ত, যবনদ্বেধী, রাজপুত-সেনাপতিগণ আমাকে এখনি— মহিষী। মহারাজ ! আপনি পিতা হয়ে এইরূপ কথা ব’ল্তে পাল্লেন ?—আপনার হৃদয় কি একেবারেই পাষাণ হ’য়ে গেছে – আপনার কি দয়। মায়। কিছুই নেই ? ও? — > 8