পাতা:সরোজিনী নাটক.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ সরোজিনী নাটক । পারে?” সরোজিনীর রক্ষার জন্য আমি একটা পথ খুলে দিয়েছিলেম কিন্তু তুমি সে পথে গেলে না—মুসলমানদের সহিত যুদ্ধ ভিন্ন তুমি আর কিছুতেই সম্মত হ’লে না—সেই যুদ্ধ-ক্ষেত্রের পথ রোধ ক’ত্তে আমি তখন কত চেষ্টা কল্লেম, কিন্তু তুমি আমার কথা কিছুতেই শুনলে না,—এখন যাও তোমার মনস্কামনা পূর্ণ কর গে—এখন সরোজিনীর মৃত্যু তোমার জন্য সেই যুদ্ধক্ষেত্রের পথ উন্মুক্ত করে দেবে। বিজয় । ওঃ কি ভয়ানক কথা । শুদ্ধ অত্যাচার নয়—অত্যাচারের পর আবার মিথ্যা কথা ! আমি কি এই বলিদানের কথা শুনেছিলেম ? আর শুনলেও কি তাতে আমি অনুমোদন ক’ত্তেম ?—কখনই না। আমার যদি সহস্র প্রাণ থাকে, তাও আমি দেশের জন্য অনায়াসে অকাতরে দিতে পারি, তাই বলে এক জন নির্দোষী অবলার প্রাণবধে আমি কখনই সম্মত হতে পারিনে। আর, দেবতারা যে এরূপ অন্যায় তাদেশ করবেন, তাও আমি কখন বিশ্বাস ক’ত্তে পারিনে। যে এরূপ কথা বলে, সে দেবতাদের অবমাননা করে,—সেই দেবনিন্দুকের কথা আমি শুনি নে। লক্ষ্মণ। কি ! তোমার এত দূর স্পর্দা যে, তুমি আমাকে দেবনিন্মুক বল ? তুমি যাও—আমি তোমাকে চাইনে,--যাও—তোমার দেশে তুমি ফিরে যাও—তুমি যে প্রতিজ্ঞা-পাশে আমার কাছে বদ্ধ ছিলে, তা হ’তে তোমাকে নিস্কৃতি দিলেম ; তোমার মত সহায় আমি অনেক পাব, অনেকেই আমার আজ্ঞানুবর্তী হবে ; তুমি যে আমাকে অবজ্ঞা কর, ততোমার কথায় বিলক্ষণ প্রকাশ পাচ্চে। যাও —