পাতা:সরোজিনী নাটক.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ তাঙ্ক । ృసి রণধীর । ( আশ্চৰ্য্য হইয় ) সে কি ? ভৈরব । ত্যা ?—র্তার চলে গেছেন ? রণবীর। তুমি ঠিক বলুচ বাছ ? রোষেনারা। আমি ঠিক বলছি নে তো কি ; এই মাত্র যে র্তার রওনা হয়েছেন, ঐ বনের মধ্যে দিয়ে তারা গেছেন, এখনও বোধ হয়, বন ছাড়াতে পারেন নি । রণধীর । তবে দেখছি মহারাজ আমাদের প্রতারণা করেছেন ; আর আমি তার কথা শুনি নে ; দেশের স্বার্থ আগে আমাদের দেখতে হবে ; তিনি যখন সেই স্বার্থের বিপরীত কাজ ক’চ্চেন, তখন তাকে আর রাজা বলে মানতে পারিনে —জাহ্ন, মহাশয়! আমার অধীনস্থ সৈন্তগণকে এখনি বলে দিই যে, ভার তাদের গতি রোধ করে । ভৈরব। (রোযেনারার প্রতি এক দৃষ্টে নিরীক্ষণ করত স্বগত) এ স্ত্রীলোকটী কে ? রণধীর । মহাশয়! আপনি ওদিকে কেন তাকিয়ে রয়েছেন ?-- কি ভাবচেন ?—চলুন, এখন অন্য কোন চিন্তার সময় নয় ; চলুন মহম্মদ । এই যে যাই ;–আপনি অগ্রসর হোন না । ( যাইতে যাইতে পশ্চাতে নিরীক্ষণ ) ( রণধীর ও ভৈরবচার্য্যের প্রস্থান । ) রোষেনারা । সখি ! আমার কাজ তো শেষ হ’ল—এখন দেখা যাক, বিধাতা কি করেন।