পাতা:সরোজিনী নাটক.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ সরোজিনী নাটক । মোনিয়া। দেখ ভাই রোষেনারা! তোর পানে ঐ পুরুত মিনসে এত তাকিয়ে তাকিয়ে দেখছিল কেন বল্ দিকি ? রোষেনার । বোধ করি, আমার কথায় ওর সন্দেহ হয়েছিল। আমি সত্যি রাজকুমারীর সহচরী কি না তাই বোধ হয় ঠাউরে - দেখছিল। মোনিয়া। হ্যা ভাই-ভাই হবে। আমরা যে মুসলমানী, তা ভে। আমাদের গায়ে লেখা নেই যে ওরা টের পাবে। এখানে বিজয় সিংহ, তার হদ তার দুই চার জন সেনাই যা আমাদের চেনে, আর তো কেউ চেনে না। নেপথ্যে । বলবন্তসিংহ, তুমি দক্ষিণ দিকে যাও—বীরবল, তুমি উত্তরে—আর তোমরা পূৰ্ব্ব-পশ্চিম রক্ষা কর—দেখ, যেন কিছুতেই তারা পালাতে না পারে, আমার অধীনস্থ সৈন্যগণ, সেনানায়কগণ, সকলে সতর্ক হও । রোষেনারা। ঐ দ্যাথ—সৈন্তের চারি দিকে ছুটেছে,—আয় ভাই, আমরা এখন এখান থেকে যাই। ( রোষেনার ও মোনিয়ার প্রস্থান।)