পাতা:সরোজিনী নাটক.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তাঙ্ক । ১২৭ সরোজিনী। রাজকুমার! আমার জীবন রক্ষণ হ'লে, আপনি কখনই সুখী হ’তে পারবেন না। বিজয়। ও কি কথা রাজকুমারি ?—আমি তা হ’লে সুখী হব না ?—তুমি বেশ জেনে, যে তোমারি জীবনের উপর বিজয়-সিংহের সুখ-শাস্তি সমস্তই নির্ভর ক’চ্চে । সরোজিনী । না রাজকুমার! এই হতভাগিনীর জীবন-স্থত্রে বিধাতা আপনার মুখ-সৌভাগ্য বন্ধন করেন নি। সকলি বিধাতার বিড়ম্বন !—তার বিধান এই যে, আমার মৃত্যু না হ’লে আপনি কখনই সুখী হ’তে পারবেন না। মনে ক’রে দেখুন দিকি, মুসলমানদের সহিত যুদ্ধে জয়লাভ করলে আপনার কত গৌরব বৃদ্ধি হবে। আবার দেবী চতুভূজার এইরূপ দৈববাণী হয়েছে যে, আমার রক্ত দ্বারা সিঞ্চিত না হ’লে, সেই যুদ্ধ-ক্ষেত্র কখনই ফলবান হবে না। তা দেখুন, আমার মৃত্যু ভিন্ন দেশ উদ্ধারের আর কোন উপায়ই নেই। সমস্ত রাজপুত-সৈন্তও এই জন্তে আমার মৃত্যু আকাঙ্ক্ষা ক'চ্চে। তা রাজকুমার! আমাকে আর বঁাচাতে চেষ্টা করবেন না । মুসলমানদের হাত থেকে সমস্ত রাজস্থানকে আপনি উদ্ধার করবেন বলে পিতার কাছে যে প্রতিজ্ঞ ক’রেছিলেন—তাই এখন পালন করুন। রাজ কুমার! আমি যেন মনের চক্ষে স্পষ্ট দেখতে পাচ্চি যে, যেই আমার চিতা প্ৰজলিত হয়ে উঠবে—অমনি আল্লাউদিনের বিজয় লক্ষ্মী মান হবে—তার জয়পতাকা দিল্লির প্রাসাদ-শিখর হতে ভূমিতলে স্থলিত হবে—তার সিংহাসন কম্পমান হবে—রাজকুমার ! এই আশায় আমার