পাতা:সরোজিনী নাটক.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృ\లి8 সরোজিনী নাটক । মত বিদায় হ’লেম। আর একটী অনুরোধ, যত দিন রোষেনার এখানে থাকৃবে, সে যেন কোন কষ্ট না পায়। ( কতিপয় সৈন্যের সছিত কঁাদিতে কঁাদিতে সরোজিনীর প্রস্থান ও রাজমহিষীর পশ্চাৎ পশ্চাৎ গমন । ) সেনানায়ক । (রাজমহিষীর প্রতি ) দেবি, আপনাকে সঙ্গে যেতে মহারাজ নিষেধ করেছেন । রাজমহিষী। কি ! আমায় খেতে নিষেধ ?—তামি নিষেধ মানিনে ; বাছ আমার যেখানে যাবে, আমিও সেই খানে যাব— দেখি আমায় কে আটকায় ?— ছাড় পথ বলচি। আমার কথা শুনুচিস্ নে—রাজমহিষীর কথা শুন্‌চিস্ নে ? সুরদাস, এখানে কি কত্তে আছ ? তোমর। সুরদাস। দেবি ! এবার মহারাজের আদেশ, এবার কি ক’রে রাজমহিষী ৷ ভীরু, দে তোর তলবার—(সুরদাসের নিকট হইতে তলবার কাড়িয়া লইয়া সেনানায়কের প্রতি ) পথ ছেড়ে দে– না হলে এখনি তোর— সেনানায়ক । (স্বগত) রাজমহিষীর গাত্র কি ক’রে স্পর্শ করি ? পথ ছাড়তে হল। ( সেনাগণের পথ ছাড়িয়া দেওন—ও রাজমহিষীর বেগে প্রস্থান, পরে সকলের প্রস্থান । )