পাতা:সরোজিনী নাটক.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । >W)を দ্বিতীয় গর্ভস্ক । ভ حمہمهہxمم?:پtید، حساس۔ মন্দিরের নিকটস্থ একটী বিজন স্থান । (ভৈরবচার্য্যের প্রবেশ । ) ভৈরব। (সংক্রমণ করিতে করিতে গত ) এখনই তো হিন্দু দের মধ্যে বেশ ঝগড়া বেধে উঠেছে, বলিদানের সময় দেখছি আরও তুমুল হয়ে উঠবে। চিতোরপুরী তো এখন এক প্রকার অরক্ষিত বলেও হয় ; সেখান থেকে প্রায় সমস্ত সৈন্তই এখানে পূজা দেবার জন্তে চলে এসেছে ; এই ঠিক আক্রমণের সময়। এদিকে হিন্দুর আপনাদের মধ্যে কলহ ক’রে সময় অতিবাহিত করবে—ওদিকে আল্লাউদ্দিন চিতোর পুরী আক্রমণের বেশ অবসর পাবেন। যদিও চিতোর এখান থেকে দূর নয়, তবুও হিন্দুদের প্রস্তুত হয়ে যথাকালে সেখানে পৌছিতে বিলম্ব হবার সম্ভাবনা। আর, এই যুদ্ধবিগ্রহের । সম্বন্ধে, দুই এক দিনের অগ্রপশ্চাতই সমূহ ক্ষতির কারণ হয়ে ওঠে। এবার আমাদের নিশ্চয়ই জয় হবে ; আর, শুদ্ধ জয় নয়, আমি যে ফন্দি করেছি, তাতে চিতোরের সিংহাসন চিরকালের জন্ত আমাদের অধিকৃত হবে । লক্ষ্মণ হন্থের তেজস্বী পুত্ৰগণ বেঁচে থাকৃতে তামা