পাতা:সরোজিনী নাটক.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>N)や সরোজিনী নাটক । দের সে আশা কখনই পূর্ণ হবার নয়, কিন্তু তারও এক উপায় করেছি। আমি যে মিথ্যা দৈববাণী ক'রেছিলেম যে,— “‘一一一一一বাপ্পী-বংশ জাত যদি দ্বাদশ কুমার, রাজ-ছত্ৰ-ধারী, . একে একে নাহি মরে যবন-সংগ্রামে, না রছিবে ভব বংশে রাজ-লক্ষনী তার ” এই কথা সেই নিৰ্ব্বোধ ধৰ্ম্মান্ধ লক্ষ্মণসিংহ দৈববাণী ব’লে বিশ্বাস করেছে, আর সে যে এই বিশ্বাস অনুযায়ী কাজ করবে, তাতে আর কোন সন্দেহ নাই ; আর, তা হ’লেই আমার যা মৎলব তা সিদ্ধ হবে ; লক্ষ্মণসিংহ একেবারে নির্বাংশ হবে, তার দ্বাদশ পুত্রকেই যুদ্ধে প্রাণ দিতে হবে ; জারভার পুত্ৰগণ, ম’লেই আমরা নিষ্কণ্টকে ও নিৰ্ব্বিবাদে চিতোর রাজ্য ভোগ ক’ত্তে পারব।——এখন কিন্তু আমাদের বাদসাকে কি ক’রে সংবাদ দি ? সেই ফতেউল্লা ব্যাট ছিল—বোকাই হোক আর যাই হোকৃ, ভলেক সময় আমার কাজে আস্ত ; সে ব্যাট যে—সেই গাছে—জার ফিরে আসার নামও করে না। এখন কি করি ? ব্যাট এখন এলে যে বাচি ; ওকে ?—এই যে ! সেই ব্যাটাই আসছে দেখছি—নাম ক'র্তে ক’ত্তেই এসে উপস্থিত। ( ফতেউল্লার প্রবেশ । ) ফতে। চাচাজি ! মুই তায়েছি, স্যালাম ।