পাতা:সরোজিনী নাটক.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । ১৪৩ আমার এই জীবন সার্থক হবে। পিতঃ, রাজপুত-কন্ত মৃত্যুকে ভয় করে না। সে জন্ত আপনি কেন চিন্তিত इप्छन। * সৈন্যগণ। ধন্ত বীরাঙ্গনা –ধন্য বীরাঙ্গনা !—আচাৰ্য্য মহাশয়, তবে আর বিলম্ব কেন ? জয় চতুভূজ দেবীর জয় ! লক্ষ্মণ। না মা, তোমার কথা আমি শুনবে না—ভৈরবচাৰ্য্য মহাশয়, আপনি এখান থেকে উঠুন—উঠুন ব’লচি—এ সব সজ্জা দূরে নিক্ষেপ করুন—আমি থাকৃতে এ কাজ কখনই হবে না।—যাও রণধীর! তুমি তোমার সৈন্যদের নিয়ে এখনি প্রস্থান কর, আমি থাকৃতে তোমার কর্তৃত্ব কিসের?-আমি রাজা, তা কি তুমি জান না? রণবীর। মহারাজ ! যতক্ষণ রাজা দেশের স্বার্থের প্রতি দৃষ্টি rরাখেন, ততক্ষণই তিনি রাজা নামের যোগ্য । সরোজিনী। পিতঃ! আপনি কেন আমার জন্যে অপমানের ভাগী হ'চ্চেন ? আমার জন্যে আপনি কিছু ভাববেন না। এ কথা যেন কেউ না ব’লতে পারে যে, আমার পিতার জন্যে দেশ দাসত্ব-শৃঙ্খলে বদ্ধ হ'ল ; বাপ্পারাওর বিশুদ্ধ বংশ কলঙ্কিত হ’ল ; বরং এর চেয়ে আমার মৃত্যুও শতগুণে প্রার্থনীয়। লক্ষ্মণ । না মা, লোকে আমায় যাই বলুক, আমি কখনই । তোমাকে মৃত্যুমুখে যেতে দেব না। তোমার ও সুকুমার দেহে পুষ্পের আঘাতও সহ হয় ন—তুমি এখন বাছ কি করে—কি ক’রে—ওঃ-ভৈরবাচাৰ্য্য মহাশয়! যান—আপনাকে আর প্রয়োজন নাই ;—যান বল চি ৷ এখনি এখান থেকে প্রস্থান করুন ।