পাতা:সরোজিনী নাটক.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । ১৪৫ ৷ এখন কোন কর্তৃত্ব নেই। তোমরা এখন যা বলবে, তাই ক'ব ; দাও, আমার চক্ষু বন্ধন ক'রে দাও । ( রণধীর কর্তৃক বস্ত্র দ্বারা রাজার চক্ষু বন্ধন। ) লক্ষ্মণ। রণধীর! আমার শরীর অবসন্ন হয়ে আসচে। রণধীর । আমি আপনার হাত ধরচি,—আমার স্কন্ধের উপর আপনি শরীরের সমস্ত ভার নিক্ষেপ করুন। (ঐরূপ ভাবে দণ্ডায়মান ) ভৈরবাচাৰ্য্য মহাশয়! অনুষ্ঠান সংক্ষেপে সারতে হবে— মহারাজ অভ্যন্ত অবসন্ন হয়ে পড় চেন। ভৈরব । সে জন্য চিম্ভা নাই, মুহূৰ্ত্ত মধ্যেই আমি সমস্ত শেষ কচ্চি। (পুষ্পাঞ্জলি লইয়া) শ্মশানালয়-বাসিন্যৈ চতুভূজা দেব্যৈ নমঃ । (খড়া লইয়া) “খড়গায় খরধারায় শক্তিকাৰ্য্যার্থতৎপর। বলিশ্চেদ্যত্ত্বয়া শীঘ্ৰং খড়গ-নাথ নমোহস্তু তে ॥” অদ্য কৃষ্ণে পক্ষে, অমাবস্যায়াং তিথেী, সূৰ্য্যবংশীয়স্য শ্ৰীমল্লক্ষণসিংহস্য বিজয়কামনয়া, ইমাং বলি- । রূপিণীং কুমারীং সরোজিনীমহং ঘাতয়িষ্যামি । (সরোজিনীর প্রতি) মা ! অধীর হয়্যো না। সরোজিনী । (স্বগত) চন্দ্র, স্বৰ্য্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবি, তোমাদের সবার নিকট এইবার আমি জন্মের মত বিদায় নিলেম, ᏱᏡ -