পাতা:সরোজিনী নাটক.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । $8% জল স্থল-রসাতল, পদ-ভরে টলমল । ত্রিনয়নে অনল ঝলকে ! শোণিত বরষা-কাল, বিদ্যুতয়ে তরবাল, সিংহনাদ পলকে পলকে ! রক্তে-রক্ত মহা-মহী । রক্ত ঝরে অসি বহি ! রক্তময় খাড় লক্-লকে । লেল- জিহ্ব রক্ত ভুখে, ক্ষত-অঙ্গ শত মুখে, রক্ত বমে বtলকে বtলকে ! - উর’ কালি কপলিনী! উর’ দেবি করালিনী নর-বলি ধর উপহার ! উর’ জলধর-নিভা ! উর’ লক-লক-জিভা ! পূর’ বাঞ্ছা সাধক-জনার ” জয় মা চতুভুজে!—(আঘাত করিবার উদ্যম ) ( সসৈন্ত্য বিজয় সিংহের দ্রুতবেগে ঘোর কোলাহুলে প্রবেশ ও ভৈরবচার্য্যের হস্ত হইতে খড়গ কাড়িয়া লওন।) লক্ষণ। ভৈরবীচার্য মহাশয়! অমন নিষ্ঠুর কাজ করবেন না করবেন না—আমার কথা শুমুন— বিজয় । কি ভয়ানক —মহারাজের আজ্ঞার বিপরীতে এই দারুণ