পাতা:সরোজিনী নাটক.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



১৫৬
সরোজিনী নাটক।

এবার মনে হয়েছে—যে মুসলমান-কন্যাকে বিজয়সিংহ বন্দী করে এনেছিল, এ যে সেই দেখছি।

সৈন্যগণ। কি! মুসলমান?

রণধীর। কি! মুসলমান?

ভৈরব। (স্বগত) কি! মুসলমান? তবেই তো দেখছি সর্ব্বনাশ!—কৈ?—সেই চিহ্নটা তো দেখতে পাচ্চি নে; (গ্রীবাদেশ নিরীক্ষণ ও সেই চিহ্ন দেখিতে পাইয়া) এই যে সেই চিহ্ন—তবে আর কোন সন্দেহ নাই। (প্রকাশ্যে) হায়! কি সর্ব্বনাশ করেছি! হায় আমি কাকে মাল্লেম, আমার কপালে কি শেষে এই ছিল?

সৈন্যগণ। আচার্য্য মহাশয়। অমন ক’চ্চেন কেন? এত দুঃখ কেন? এ কি রকম?

লক্ষ্মণ। তাই তো একি?

রণধীর। আপনি ওরূপ প্রলাপ-বাক্য ব’লচেন কেন?—বোধ করি বলিদান দেওয়ার অভ্যাস নাই—তাই হত্যা ক’রে পাগলের মতন হয়েছেন।

ভৈরব। মা! তুই কোথায় গেলি মা? একবার কথা ক মা— আমিই তোর হতভাগ্য পিতা মা—

রোষেনারা। আঁ!—কে?—আপনি—পিতা কি——অপরাধে? (মৃত্যু)

ভৈরব। ভ্যা? কি বল্লে মা? অপরাধ! অপরাধ! কি অপরাধ! ওঃ! ওঃ! ওঃ! (মুহূর্ত্ত কাল একদৃষ্টে শবের প্রতি