পাতা:সরোজিনী নাটক.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৭০
সরোজিনী নাটক।

 লক্ষ্মণ। কি আশ্চর্য্য! আমরা কি নির্ব্বোধ, এত দিন অমরা এর বিন্দুবিসর্গও টের পাই নি! স্বরদাস, এ সমস্ত এখন কি ক’রে প্রকাশ হ’ল?

 সুরদাস। মহারাজ! ফতেউল্লা ব'লে এক জন চ্যালা ছিল, সেও ছদ্মবেশে মন্দিরে থাকত; সে এক দিন এই নগর দিয়ে যাচ্ছিল,” এখানকার প্রহরীরা তাকে চোর মনে ক’রে ধরে,তার পর তাকে ছেড়ে দেয়; সেই একটা কাপড়ের বুচ্কি ফেলে যায়,—সেই বুচ্‌কির মধ্যে কতকগুলি পত্র ছিল, সেই পত্রের সুত্র ধ’রে এই সমস্ত ষড়যন্ত্র প্রকাশ হয়ে পড়েছে।

 লক্ষ্মণ। ও:—কি শঠতা! কি ধূর্ত্ততা! চল, আর না—ঐ ধূর্ত্ত যবনদের এখনি সমুচিত শাস্তি দিতে হবে—অজয়-সিংহকে নগর হতে এখনি প্রস্থান করতে বল—সেই আমার বংশ রক্ষণ কররে। আমি এখন যুদ্ধে চল্লেম। এই হস্তে যদি শত-সহস্র যবনের মুণ্ডপাত ক’ত্তে পারি, তাহলেও এখন কতকটা আমার ক্রোধের শান্তি হয়। ওঃ—কি চাতুরি! কি প্রতারণা —কি শঠতা! মহিষি, আমি বিদায় হ’লেম; যদি যুদ্ধে জয় লাভ ক’ত্তে পারি,—fচভোরের গৌরব রক্ষা ক'ত্তে পারি, তা হলেই পুনর্ব্বার দেখা হবে, নচেৎ এই শেষ দেখা।

 রাজমহিষী। (গদগদ স্বরে) যান মহারাজ, বিজয়লক্ষ্মী যেন আপনার সঙ্গে সঙ্গে থাকেন; যুদ্ধক্ষেত্রে চতুভূজা দেবী যেন আপনাকে রক্ষা করেন, আর আমি কি ব’লব।