পাতা:সরোজিনী নাটক.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



১৮০
সরোজিনী নাটক।
(সকলে সমস্বরে)
জ্বল জ্বল চিতা, দ্বিগুণ, দ্বিগুণ,
পরাণ সঁপিবে বিধবা বালা।
জ্বলুক্‌ জ্বলুক্‌ চিতার আগুন
জুড়াবে এখনি প্রাণের জ্বালা॥
শোন রে যবন, শোনূ রে তোরা,
যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে,
সাক্ষী র’লেন দেবতা তার
এর প্রতিফল ভগিতে হবে।

আল্লা। একি? আবার কোন দিকৃ থেকে এ শব্দ আস্চে?

নেপথ্যে। (আর এক দিকে একজন)


ওই যে সবাই পশিল চিতায়,
একে একে একে অনল শিখায়,
আমরাও আয় আছি যে কজন,
পৃথিবীর কাছে বিদায় লই।