বিষয়বস্তুতে চলুন

পাতা:সরোজিনী নাটক.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8 মরোজিনী নাটক । হবে। এই স্বত্রে বিজয়সিংহের সঙ্গে বিবাদ ঘটবার খুব সম্ভাবনা আছে । আল্লাউদিনের পূর্ব-আক্রমণে, বিজয়সিংহ ও রণধীরসিংহের বাহুবলেই চিতোর রক্ষা পেয়েছিল। এবার যদি এদের পরস্পরের মধ্যে বিবাদ ঘটে ওঠে, তা হ’লে চিতোরের নিশ্চয় পতন, আর আমারও তা হ’লে মনস্কামনা সিদ্ধ হয় । (প্রকাশ্যে ফতেউল্লার প্রতি) খড়ি, ফুল ও মড়ার মাথা নিয়ে আয় । (ফতের প্রস্থান ও খড়ি আদি লইয়া প্রবেশ ও তাছা রাখিয়া পুনঃ প্রস্থান। ) ভৈরব। ‘নমো আদিত্যাদি নবগ্রহেভ্যোনমঃ” (পরে মড়ার মাথায় হাত দিয়া) মহারাজ ! একটা ফুলের নাম করুন দেখি । লক্ষ্মণ । সেফালিকা । ভৈরব । আচ্ছ। — “তনু ধনু সহোদর, লগ্ন মগ্ন পরস্পর, সিংহ কন্যা বিছা তুলা, বিনা বাতে উড়ে ধূলা, মেষ বৃষে ডাকে মেঘ, সূৰ্য্য সোম ছাড়ে বেগ,