পাতা:সরোজিনী নাটক.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>や সরোজিনী নাটক । এ সব তীর্থে নাহি বার, কোথা তবে আছে আর, যে লগ্নে প্রশ্ন করা, চিরজীবি হয় মরা, রন্ধগত অাছে শনি, সরোজিনীর প্রমাদ গণি । ’ লক্ষ্মণ । কি বলেন ?—সরোজিনীর ?— ভৈরব । মহারাজ ! অধীর হবেন না । বিজ্ঞ লোকে শুভ ঘটনাতে অতিমাত্র উল্লসিত হন না—অশুভ ঘটনাতেও অতিমাত্র ম্ৰিয়মাণ হন না । সংসার-চক্ৰে সুখ দুঃখ নিয়তই পরিভ্রমণ করে। গ্ৰহবৈগুণ্যে সকলি ঘটে, যা ভবিতব্য তা কেহই খণ্ডন কত্তে পারে না । লক্ষ্মণ । মহাশয় স্পষ্ট ক’রে বলুন—কোন সরোজিনীর কথা আপনি বলছেন ? শীঘ্ৰ আমার সন্দেহ দূর করুন। ভৈরব । মহারাজ ! অত্যন্ত অপ্রিয় কথা শুনতে হবে। অগ্রে আপনার হৃদয়কে প্রস্তুত করুন, মনকে দৃঢ় করুন, আমার আশঙ্ক৷ হচ্চে, পাছে সে কথা শুনে আপনি জ্ঞানশূন্য হন। লক্ষ্মণ । মহাশয়! বলুন আমি প্রস্তুত আছি। শীঘ্র বলুন, অামাকে সংশয়-সঙ্কটে তার রাখবেন না। ভৈরব । তবে শ্রবণ করুন।-রাজকুমারী সরোজিনীর রক্ত পান ব্যতীত দেবী চতুভুজ। আর কিছুতেই পরিতুষ্ট হবেন না।